জাফর ইকবাল যেভাবে ইসলাম নিয়ে বিদ্রুপ করে

"ওরা দল বেধে যাচ্ছে,সবার থেকে একটু পিছনে আরিফ। ও সব সময়ই এরকম, দলের ভেতর থেকেও দলছাড়া,ওর হাতে একটি ছোট লাঠি,সেটা ঘোরাতে ঘোরাতে যাচ্ছে। হঠাত কী মনে পড়ায় এগিয়ে এসে বলল,মানুষকে সালাম দিলে ক-কয় নেকী জানিস? ওকে ঠাট্টা করে ফজলু বলল, ক-কয় নেকী?  আরিফ তার তোতলামো নিয়ে ঠাট্টা তামাশায় কখনো কিছু মনে করেনা। তাই না ক্ষেপে গম্ভীর গলায় বলল, বিশ নেকী। তুই কীভাবে জানিস? আমাদের বা-বাসায় পিছনে মাইকে ওয়াজ হয়,সেখানে মোউলভী সাহেব বলেছেন।  ফজলুর সব কিছুতেই ঠাট্টা, এবারও তার ব্যতিক্রম হল না। এক নিশ্বাসে সবাইকে সালাম দিয়ে বুক ঠুকে বলল, আমার পাঁচ কুড়ি একশ নেকী হয়ে গেল!কত নেকী হলে বেহেস্তে যাওয়া যায়রে?  আরিফ সেটা বলতে পারলনা। ওয়াজে বলা হয়নি। ফজলুর বুদ্ধিটা অবশ্যি খারাপ না, একবার সংখ্যাটা জেনে নিলে শুধু মানুষকে সালাম দিয়েই বেহেস্তে যাওয়া যেত, কষ্ট করে আর নামজ রোজা করতে হতনা।” (দুষ্টু ছেলের দল)

0 comments:

Post a Comment

টেম্পলেট কাষ্টমাইজেশন - ফেসবুক পেজ | ফেসবুক গ্রুপ