LINK : http://www.dailynayadiganta.com/2009/06/23/fullnews.asp?News_ID=152027&sec=7
শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে বিভাগের প্রধান প্রফেসর ড. জাফর ইকবাল। প্রথম স্খানসহ অন্যান্য মেধাবীদের টপকে ষষ্ঠ স্খানধারী একজন ছাত্রকে ওই বিভাগের শিক্ষক হিসেবে নিয়োগ দেয়ায় বিভাগীয় প্রধানের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। ‘সাদাসিধা কথা’র লেখক খ্যাত ও একটি বিশেষ গোষ্ঠীর প্রফেসর ড. জাফর ইকবাল ওই বিভাগের বিভাগীয় প্রধান হওয়া সত্ত্বেও বিতর্কিত এ নিয়োগ নিয়ে ক্যাম্পাসে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।
গত ৯ জুন ১৪৫তম সিন্ডিকেট সভায় শাবি’র চারটি বিভাগে নতুন শিক্ষক নিয়োগ দেয়া হয়। বিভিন্ন বিভাগে ওই শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে নানা অনিয়ম ও স্বজনপ্রীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে শাবি’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রথম স্খানপ্রাপ্ত ছাত্রী সাদিয়াকে (সিজিপিএ ৩.৮৭) নিয়োগ প্রদান না করে একই শিক্ষাবর্ষের ষষ্ঠ স্খানধারী আবু আউয়াল শোয়েবকে (সিজিপিএ ৩.৫০) শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে বিভাগীয় প্রধান প্রফেসর ড. জাফর ইকবালের সাথে বিশেষ সম্পর্ক থাকায় নিয়োগের ক্ষেত্রে মেধার পরিবর্তে স্বজনপ্রীতি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত আওয়ামী লীগ সরকারের আমলেও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ড. জাফর ইকবালের প্রভাবে ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষের তৃতীয় স্খানপ্রাপ্ত জয়দেব ভট্টাচার্যকে বাদ দিয়ে একই শিক্ষাবর্ষের ১৬তম স্খানপ্রাপ্ত অনিকে নিয়োগ প্রদান করা হয়।
জনপ্রিয় লেখক ও দুর্নীতিবিরোধী কণ্ঠস্বর হিসেবে পরিচিতি অর্জনকারী প্রফেসর ড. জাফর ইকবাল ওই বিভাগের প্রধান ও প্রভাবশালী শিক্ষক হওয়া সত্ত্বেও আবারো এ ধরনের বিতর্কিত নিয়োগ নিয়ে ক্যাম্পাসে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
0 comments:
Post a Comment