জাফর ইকবাল বাঙালি জাতিকে কি দিয়াছেন?

হা ভায়া... জাফর স্যারের কথাই বলিতেছি।আমাদের একমাত্র সেলিব্রিটি শিক্ষক, বেলের গবেষক(যদিও গবেষনা উনি ছাড়িয়াছেন আজ ৮ বৎছর হইল), প্রথম 'কালো'র কলাম লেখক... সাধাসিধা মানুষ... যিনি কিনা টিভি দেখেন না বলিয়া কিশোর কিশোরীর চর্মচোঊক্ষে মহান হইয়াছেন। মুক্তিযুদ্ধের চেতনার ঝান্ডা উচা করিয়াছেন রোজ মাসে একবার। উনাকে লিয়া লেখা ব্লগ, সর্বচ্চো সংখ্যক প্লাস ও মাইনাস উৎপাদন করিয়াছে। ব্লগীয় গোলাগুলিতে অনেকেই হয়েছেন লব্য ড়াজাকার। ভূমিকা না পড়িয়াই মাইনাস বাটন খানা খুজিতেছেন নাকি?খান্ত হোন।


আসেন শুরু করিঃ জাফর ইকবাল বাঙালি জাতিকে কি দিয়াছেন?
ক্যান ভায়া... এত লোক থাকতে জাফর স্যার ক্যানো? সহজ। একমাত্র সেলিব্রিটি শিক্ষককে একটু ভাল করিয়া জানার চেষ্টা আরকি...এছাড়া কিছুই না। তবে আমি কিন্তু ঈমান, দেশপ্রেম মাপার নিক্তি নিয়া বসি নাই।জামাতি ভাইদের নিক্তি আছে...ঈমানের বাটখারাও আছে হয়ত... উনাদের কাছে যান জাফর স্যারের দেশপ্রেম ও আস্তিকতা মাপিতে। উনার কোন লেখায় ইসলামকে চিমটি দিয়াছেন... তা খুজার সময়ও আমার নাই।রোজ হাশরেই সকলের ফলাফল প্রকাশিত হইবে... সুত্রাং এবিষয়ে এন্তার গবেষনার প্রয়োজন নাই।

তাহা হইলে বাছা খেপিলে ক্যানো?
জাফর ভক্তকুল ও তার এন্টিকুল। ফেসবুকে দুইখানা গ্রুপ খুলিয়াছে এরা। একটি ভক্তকুল অপরটি এন্টিকুল। এন্টিকূলের গ্রুপের নাম দিয়াছে United Thousands Member to Save Our Future Generation আহা, ভবিষ্যত প্রজন্মকে কি যাতনা হইতে যে বাচাইতেছেন উনারা, তাহা ভবিষ্যত প্রজন্মই বলিতে পারিবে।

আর আছে ভক্তকূল...উনাদের দাবি সবাইকে ঝাপাইয়া পড়িয়া এন্টিকূলের গ্রুপের নামে ফেসবুকের আদালতে জিডি করিয়া আসিতে হইবেক। মানে 'রিপোর্ট দিস গ্রুপ' বাটনে চিপিয়া দিতে হইবেক। বাহ বাহ। প্রশ্ন হইলো "জাফর সাহেবের নামে কেহ কুৎসা রটাইলে আমাকে ক্যানো রিপোর্ট করিতে হইবে? জাফর স্যারকে আসিয়া রিপোর্ট বাটনে চাপ দিয়া জাইতে বলো। ল্যাঠা চুকিয়া যায়"

আমি দুইদলের কাছ হইতেই নেমন্তন পাইয়াছি। বল মাঝ মাঠে, প্রশ্ন হইল নামিব কুন দিক দিয়া!
ভোটভুটির গেল হপ্তার রেজাল্ট দিয়া রাখিঃ
জাফর স্যারের ভক্তকুল গ্রুপে মেম্বার ১৩৯৪ জন
জাফর স্যারের এন্টিকুল গ্রুপে মেম্বার ১১৫৯ জন
বাহ বাহ... জাতির মোট ২৫৫৩ জন পাওয়া গিয়াছে... যারা দেশ ও জাতি উদ্ধার করিয়া ফেলাইতে লেংটি পড়িয়া ইন্টারনেটিয় মল্ল যুদ্ধে লামিয়াছে... আহা... দেশ তরতরাইয়া আগাইয়া চলিতেছে।

আমি এইরুপ আরেকটি মল্লযুদ্ধ দেখিলাম হাইকোর্টে... "স্বাধীনতার ঘোষনা কে দিয়াছেন?" শুনিয়াছি হাইকোর্টে নাকি হাজার হাজার মামলা আটকাইয়া রহিয়াছে... তো উহাদের টপকাইয়া পেঙ্গুইন পেশাজীবিরা ক্যানো ৩০বছর পূর্বে নিষ্পতি হইয়া যাওয়া একখানা কেস লইয়া পড়িয়া আছেন বুঝিলাম না। মুক্তিযুদ্ধ, রাজাকার, ধর্মনিরপেক্ষতা ইত্যাকার বিষয়াদির কচলাকচলি আমার কাছে এখন ভাড়ামি লাগে। পারলে দেশের জন্য কিছু করেন... চুল্কাইলে আদালতে যান...২/৪ খানা রাজাকারের বিরুদ্ধে মামলা দিয়া জিতিয়া আসেন...ব্রাভো দিব। কিন্তু চেতনার চামড়াটা আর চুষিতে বলিয়েন না। উহা ৩৮ বছর চুষিয়া দেশের এই হাল করিয়াছি।

ফিরিয়া আসি প্রশ্নেঃ জাফর ইকবাল বাঙালি জাতিকে কি দিয়াছেন?
গাল গল্প উপন্যাস শিশু সাহিত্য কলাম--- আর কিছু লেংটি পড়া ভক্তকূল দিয়াছেন জাতিকে, যাহারা জাফর স্যারকে কিছু বলিলে 'ড়াজাকার' গালি পাড়িতে পাড়িতে ছুটিয়া আসিবেক... মাইনাসের বন্যায় ভাসাইয়া দিবেক... তাহা না হইলে দেশপ্রেম থাকিল কোথায়?হুম। জাফর স্যার তাহা হইলে মুক্তিযুদ্ধ না করিয়াও মুক্তিযুদ্ধের চেতনা...দেশপ্রেমের ধারক ও বাহক?! বাহ! বহুত খুব! কোন মুক্তিযোদ্ধা চিকিৎসার অভাবে মরিলে এমন গেল গেল রব উঠিতে দেখিয়াছেন কি? আর কুৎসা, বঞ্চনা..সেতো আকছার।

আলেকজান্ডার ভুল প্রশ্ন করিয়া পটল তুলিয়াছেন। প্রশ্নটা করা জাইত জাফর ইকবাল বাঙালি জাতিকে কি দেন নাই?
যাহা দেন নাই তাহা হইল... তিনি যে কাজটা সবচেয়ে ভাল পারিতেন...সেইটা করেন নাই।তিন তিন খানা ইউএস-পেটেন্ট তৈয়ার করিয়া আসিয়া... তিনি দেশে কি গবেষনা করিলেন... দেখিয়া আসি।


৩৫ খানা পাব্লিকেশ্নের মধ্যে ...২৮ খানা জার্নাল পেপার, ৭ খানা কনফারেন্স...স্কোপাসে এমন টাই দেখাইতেছে। খুটাইয়া দেখি। পেপারগুলান মোট সাইটেশন পাইয়াছে ৩১৪ খানা...আজ পর্যন্ত। বাহ! কিন্তু এর মধ্যে সেগুলানে জাফর স্যার প্রথম লেখক সেগুলান(মাত্র ৪ খানায় ফাস্ট অথার উনি নিজে) সাইটেশন পাইয়াছে মোটে ৩ খানা। মন্দ ভাগ্য আর কাহাকে বলে! স্কোপাসের লিঙ্কঃ অথার ডিটেইলস

ঘবেষনা দুনিয়ায় আমাদের একমাত্র পতাকাখানা উড়াইতেছে ঢাকা বিশ্ববিদ্যাল্যের একটি জার্নাল।BANGLADESH JOURNAL OF BOTANY (ISSN: 0253-5416)। বাংলাদেশের একমাত্র ISI Indexed জার্নাল। আর বিদেশ ফেরত বেশুমার শিক্ষককে পাইবেন ঢাবি, বুয়েট, জাবি ও অন্যান্য সব ইউনিতেই। প্রত্যেকেই বিদেশের উচ্চতর স্যালারীর মোহ ছাড়িয়া দেশে আসিয়া...লোডশেডিঙ্গে মশা মারিতেছেন... কই উনাদের ত্যাগটা কেউ খুজিইয়া পাইতেছে কি? উনাদের দেশপ্রেমটাও দেখিতে পাইতেছেকি? কই... উনাদের নিয়াতো হল্লা হইতে দেখি না। ভোটের বাজারে জাতির চেতনা লইয়া দু কলম লিখিইয়া কিশোর-কিশোরীর চোখের জল-নাকের জল এক করাইতে পারেন না, এইটাই কি তাহাদের দোষ?

অহ হো...আরেক্টা বিষয়... পাব্লিকেশন গুলানের টাইটেল পড়িয়া কোনটাই কম্পুবিজ্ঞানের বিষয় বলিয়া বোধ হইতেছে না... পদার্থ(অপ্টিক্স), ইইই, নিউক্লিয়ার সায়েন্স ইত্যাকার বিষয়াদি বেশি দেখিতে পাইলাম...যাহা হঊক আমি নিজে কম্পুবিজ্ঞানের ছাত্র নই...তাই ঘাটিয়া তেমন কিছু বুঝিয়া উঠিতে পারিলাম না।তবে কেহ যদি একটু তকলিফ করিয়া এই অধমকে বুঝাইতেন...কি করিয়া কম্পুবিজ্ঞানে কোন পাব্লিকেশন না করিয়া উনি একচান্সে কম্পুবিজ্ঞানের প্রফেসর হইয়াছেন... তাহা হইলে আরাম হইত।

ঝাতি তবে কি পাইল? ক্যান এক জন প্রবল আবেগী মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবিত কলামিস্ট। হুম... এইতো লাইনে আসিয়াছেন। চলুন তবে...কিছু কলাম পড়িয়া আসি।

মুক্তিযুদ্ধ প্রযন্মের শেষ সুযোগ (!) ১৪মে প্রেথম আলু

লেখার শুরুতেই তিনি পাখিদের চাল খাওয়ান...চালের মূল্যবৃদ্ধিতে উনি পাখিদের চাল দিতে না পারিয়া যারপর নাই মনকষ্ট পাইয়াছেন...শেষাংশে...সাংসদ তৌহিদ জংএর সংবর্ধনায় স্কুলের ছাত্রছাত্রীদের রোদে দাড় করাইয়া রাখার বিষয়টি...নিয়া আসিয়াছেন... উনার অন্যান্য লেখাতেও শিশু সাজিবার একটা ব্যর্থ চেষ্টা প্রকট। ব্যর্থ বলিলাম কারন লেখার পেটে রাজনৈতিক গ্যাসের ভুটুস-ভাটাস প্রবল। শিশুরা রাজনীতী করে না। উদাহরন দিয়া লই কিছু লাইন-

"সরকার ইচ্ছে করলে অসাধ্য সাধন করে ফেলতে পারে" (আওয়ামী সরকার)
"বিডিয়ার ঘটনা নিয়ে তদন্ত হচ্ছে, যখন তদন্ত রিপোর্ট বের হবে তখন হয়তো অনেক কিছু নিয়ে আমাদের বিভ্রান্তি দূর হয়ে যাবে (বটেক!)।তবে যে বিউষয়টি নিয়ে কারো কোন বিভ্রান্তি নাই নেই সেটি হচ্ছে সেই ভয়াবহ বিপর্যয়ের সময়টুকুতে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অসাধারন রাষ্ট্রনায়কসুলভ ভুমিকা।সেনাকুঞ্জে সামরিক অফিসারদের সঙ্গে তাঁর বাগবিতন্ডার সেই সিডিটি কারা কীভাবে বের করেছে সেটা একটা রহস্য। যারা সেটা শুনেছে তাদের মনে অনেক নতুন প্রশ্নের জন্ম হয়েছে কিন্তু একি সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন করে আস্থা ফিরে পেয়েছে।"

-------তাই নাকি? তাহা হইলে এতগুলান লুক মরিয়া গেল... এতগুলান গ্রেনেড খোয়া গেল...সবই সাফোইল্ল্য(!)... সরকারী তদন্ত রিপোর্ট খানাও সাফল্য বটে।ইউটিউব সহ এক হালি ওয়েব সাইট বন্ধ করিয়া দেয়াও নেত্রীত্বের প্রতি প্রগাড় আস্থার বহি:প্রকাশ ছাড়া কিছুই নয়! সাধারন ক্ষমা ঘোষনার পর ডজন খানেক জোয়ানকে রিমান্ডে আত্নহত্যা করানো এবং তা দেখিয়া রাষ্ট্রযন্ত্রের নিষ্ক্রিয়তা, প্রশ্নতোলা সেনা কর্মকর্তাদের ফোর্সড রিজাইন দেয়ানো...প্রগাড় আস্থার বহি:প্রকাশ নয় তো আর কি? স্যার ইহা কি বলিলেন... ইহাই কি ইতিহাস বিকৃতি নয়?

"ছাত্রলীগ করার নামে কিছু অবিবেচক ছেলেদের সেই সুযোগ নষ্ট করতে দেয়া যাবে না।"

----------অবিবেচক(!) ছেলে...বাহ চমতকার একটি নিরীহ বিশেষন খুজিয়া লইয়াছেন উনি... মহান বিজ্ঞানীই বটে।ছাত্রলীগকে"দুষ্টুছেলের দল" বলিলেও অবাক হইতাম না।

"আওয়ামী লীগের নেতারা জানেন কি না জানি না, গত নির্বাচনের বিজয়টি এই দেশের সব প্রগতিশীল, অসাম্প্রদায়িক, মুক্তবুদ্ধির মানুষেষেরা তাদের নিজেদের বিজয় হিসেবে ধরে নিয়েছে৷"
---------আর দশটা আওয়ামীপন্থী কলামনিষ্টের মতো আমাদের শ্রদ্ধেয় জাফর স্যারো আওয়ামীলীগের বিজয়কে নানা সুন্দর বিষেশনে জড়াইয়া মহোত্তম করিতে চাইতেছেন। আমার প্রশ্ন... যেহেতু ব্রুট মেজরিটি আওয়ামী সরকার পাইয়াছে তার মানে দেশের অধিকাংশ লোক... প্রগতিশীল, অসাম্প্রদায়িক, মুক্তবুদ্ধির মানুষ। তাহা হইলে আগের ইলেকশনে যারা বিএনপি জামাত জোটকে ভোট দিয়াছিল উনারা কি সবাই সাম্প্রদায়িক, গোড়া লোকজন ছিলেন। এরমানে সকল সাম্প্রদায়িক, গোড়া লোকজন এখন প্রগতিশীল, অসাম্প্রদায়িক, মুক্তবুদ্ধির মানুষ হইয়া গিয়াছেন? জ্বিনা জনাব, লোকের হাপাইয়া উঠিয়া ভোট দিয়াছে... যেমন আওয়ামী শাসনে হাপাইয়া উঠিয়া বিএনপিকে ভোট দিয়াছিল। ইহার মাঝে প্রগতিশীল, অসাম্প্রদায়িক, মুক্তবুদ্ধির যোচ্চুরি অনাবশ্যক... নিখাদ ভোটের হিসাব। হিসাব না বুঝিলে ৫ বছর অপেক্ষা করুন...বুঝিয়া যাইবেন।

মোটে এক খানা কলামের কথা বলিলেন দাদা... অন্যগুলান? হুম। ভাবাইলে বড়। অসাধারন কিছু কলামও আছে।আশা করি উনার ভক্তকূল সেগুলান সংগ্রহ করিয়া...শেয়ার করিবেক। তবে পেপারে আমার পড়া সেরা কলামটি হুমায়ুন আহমেদের লিখা। সিলেট নিয়া লিখিয়াছিলেন। অসাধারন অসাধারন অসাধারন। আর মুক্তিযুদ্ধ নিয়া আমার পড়া সেরা লেখাটিও হুমায়ুন আহমেদেরই লেখা “অনীল বাগচির একদিন”।এই সুচিক্কন উপন্যাসটি নিয়া একখানা শর্ট ফিলিম বানাইবার স্বপ্ন আমার বহুদিনের।লেখককে তার ব্যক্তিত্ব দিয়া নয় বরং বক্তব্য দিয়া বিচার করি—সেই কামনা রইল। 

________

লেখক : বাঙ্গাল (http://www.somewhereinblog.net/blog/troublekid/28977191)


জেনারেশন৭৫ বলেছেন: একজন পদার্থ বিঙানের উপর(উনার টপিকস অপটিকস বা লাইট) গবেষনা করে এসে কি ভাবে মানেজমেন্ট ইনফরমেশন সিসটেম(MIS) বা কমপিউটার অ্যালগুরিদম বা প্রোগ্রমিং পড়ান আমার বুঝে আসে না। আচ্ছা বুঝলাম উনি কম্পিউটার ইন্জিনিয়ারিং এ ইনটাররেসটেড তাহলে তো উনাকে উনার সাবজেক্ট অপটিকস রিলেটেড অপটিকাল মাইক্রোপ্রোসেসর ডিজাইন বা অপটিকাল কমপিউটিং নিয়ে কাজ করার কথা সেখানে উনি MIS পড়ান উল্লেখ্য যে আমি উনার এক ছাত্রের কাছে শুনেছিলাম যে উনি তাদের MIS পড়াতেন।

তানিয়া কবির লিজা বলেছেন: অসাধারণ লেখা।

জাফর সাহেব ঢাবিতে সরাসরি অধ্যাপক হিসাবে জয়েন করতে চেয়েছিলেন এবং সেই সাথে তার পত্নীকেও ঢাবিতে নিয়োগ দিতে হবে বলে আবদার করেছিলেন। তার সেই অন্যায় আবদার তখন পাত্তা দেওয়া হয়েছিল না বলে, বলা হয়েছিল দুর্জনে মানিক চিনে না।

প্লাস।

ধীবর বলেছেন: উনি স্বাধীনতা যুদ্ধের সময় অগ্রজসহ শর্ষিণার পীরের আস্তানায় লুকিয়েছিলেন। ঠিক আছে, সমস্যা নেই। সবাই সব কিছু পারে না। তিনি কিশোর এবং বৈজ্ঞানিক কল্পকাহিনি লিখে জনপ্রিয় হয়েছেন সেটাও ঠিক আছে। ৯ বছর ধরে কোন রিসার্চ পেপার লেখেননি, সেটাও ঠিক আছে। ব্যাপার না।

কিন্তু স্বাধীনতার চেতনাকে লালন করার জন্য তাকে আওয়ামী লিগার হতে হবে কেন? আর এমন শিক্ষিত লোক হয়েও কেন তাকে ঘৃণ্য চামচামিতে নামতে হবে?

তার মত স্কলার এবং জনপ্রিয় লোক যদি নিরপেক্ষ প্লাটফর্মে থাকতেন, তাহলে আঃ লিগ আর বি এন পির নোংরা খেলায় বিতশৃদ্ধ সংখ্যাগরিষ্ঠ জনগণের আশার আলো হতে পারতেন তিনি। সেটা না করে তিনি যে ভুল করেছেন, তারই ফলশ্রুতিতে আজ তাকে ব্যাপক সমালোচনার মধ্যে পড়তে হয়েছে। আঃ লিগের সমর্থকরা যতই কোমর দিয়ে পাহাড় ঠেলার চেস্টা করুক না কেন, লাভ হবে না। জাফর সাহেব ইতিমধ্যে আতেল বলে চিহ্নিত হয়ে গিয়েছেন। মাঝখান থেকে জাতি একজন কৃতি সন্তানেকে হারালো।


রাগিব বলেছেন: লেখক বলেছেন:
"অহ হো...আরেক্টা বিষয়... পাব্লিকেশ্ন গুলানের টাইটেল পড়িয়া কোনটাই কম্পুবিজ্ঞানের বিষয় বলিয়া বোধ হইতেছে না... পদার্থ(অপ্টিক্স), ইইই, নিউক্লিয়ার সায়েন্স ইত্যাকার বিষয়াদি বেশি দেখিতে পাইলাম"

-----

কমেন্ট করবোনা ভেবেও বলতে হচ্ছে, নিচের কয়েকটা উদাহরণ দেখার পরে কি বলবেন এগুলো কম্পিউটার সাইন্স বিষয়ক পেপার না?

Low latency packet forwarding in IP over WDM networks using optical label switching techniques

Reconfigurable all-optical network design, integration and demonstration

A 2.5 Gb/s SONET datalink with STS-12c inputs and HIPPI interface for gigabit computer networks


Real Time Data Acquisition for a Time Projection Chamber Using a High Speed DEC-RT11 to Unix UDP-TCP/IP Interface

তার পরেও যদি বলেন এইগুলা নেটওয়ার্কিং এর পেপার, কম্পিউটার সাইন্সের না, তাহলে "কম্পিউটার সাইন্স" এর ডেফিনিশনটাই জানতে চাইবো। কয়দিন পরে আপনি হয়তো দাবি করবেন, নেটওয়ার্কিং হলো কম্পিউটার সাইন্সের বাইরের জিনিষ, তাই কম্পিউটার সাইন্স এর সিলেবাস থেকে ঐটা বাদ দেয়া হোক ../../extensions/custom_smilies/img1/smile


১৫ ই জুলাই, ২০০৯ সকাল ১০:৩৫

লেখক বলেছেন: রাগিব ভাইকে পরান থিকা ধন্যবাদ, প্যাক খেলা বাদ দিয়া, এই অধমের পেজে কিছু মূল্যবান জ্ঞানের কথা বলার জন্য। যদিও এইটা পোষ্টের মূল বিষয় না (মুল বিষয় গুলান বোল্ড করা আছে), তথাপি আলোচনা প্রত্যাশী বিষয়।

১।"Opto-electronics, Fiber Optic Communication"বিষয় গুলান কি ইলেক্ট্রিক্যাল ডিপার্ট্মেন্ট থিকা অফার করে নাকি কম্পুসাইন্স থিকা অফার করে জানাবেন?

২।কম্পু সাইন্স ও কম্পু ইঙ্গিনিয়ারিংএর পার্থক্য কি জানাইবেন কি? আপনি তো এই বিষয়ে অনেক দূর পড়িয়াছেন, আমার মতো আগাছা গবেষক নন, শিকড়ের লোক। তাই আপনার কাছেই উত্তর প্রত্যাশা করলাম।

৩।নর্থ আমেরিকায় ECE এবংCS ক্যানো আলাদা ডিপার্ট্মেন্ট? ইলেক্ট্রিক্যালের সাথে কম্পু ইঞ্জিনিয়ারিং এক করা হইল ক্যানো, ক্যানোই বা কম্পু ইঞ্জিনিয়ারিঙ্গের থেকে কম্পুসাইন্স কে আলাদা করা হইল?

৪। কম্পুসাইন্স যদি Optical network (all-optical network design, integration and demonstration) hardware and software (algorithm/protocol) নিয়া কাজ করে, তা হইলে কম্পু ইঙ্গিনিয়ারিং ডিপার্ট্মেন্টের জন্য কি বাকি থাকিল ?

৫। A 2.5 Gb/s SONET datalink with STS-12c inputs এর যে কথা বললেন electronic communication এর জিনিস বলিয়া জানি, soft switch definition এ কিছু algorithm লাগে, কিন্তু 'DIGITAL'/ 'DIGITAL communication' এর কিছু মানেই কম্পু সাইন্সএর এইটা কিভাবে বলেন? তাহইলে কম্পু ইঙ্গিনিয়ারিং আর ইলেক্ট্রক্যাল ইঞ্জিনিয়ারিঙ্গে যে 'switching, routing, protocol layer' এগুলান কাদের বিষয়?

৬। কম্পু সাইন্সে wireless communication এর ডিটেইলস পড়ানো হচ্ছে, DIGITAL কিছু শুনলেই কম্পু সাইন্সের লোকে যে দাবি তোলে "অইটা আমার বাপ দাদার নিজস্ব সম্পত্তি",ক্যানো গো?তাহইলে ইলেক্ট্রিক্যালড়া কি শ্ররট সার্কিট অপেন সার্কিট করিয়াই দিন কাটাইবে ?CS+CE=CSE মিলনের এই দাবিটা জোরালো হচ্ছে। আসলে অই algorithom and software engineering ছাড়া networking এ কম্পুসাইন্স ওয়ালেদের কোন কাজ নাই।

৭। চেকুরীর নেশায় বুদ হইয়া CSE টাইপ double standard বিদ্যা শুধু এশিয়া মুল্লেকেই চলে, আপনাদের নর্থ আমেরিকায় দেখেন তো, কি সুন্দর এগুলা আলাদা করে ফেলছে। সিনার মাংস আর কলিজার মাংস এক করিলে চলিবে ক্যানো। BUET এর EEE এর সত্য প্রশাদ মজুমদার, সিদ্দিকী হোসেন, সাইফুর রহমান, নজরুল ইসলামদের মতো digital/optical ক মিউনিকেশনের...যেসব প্রফেসর ছিলেন, তার একভাগো কি CSE তে আছেন বা ছিল কোন কালে?লেকচারার দিয়াই বাজার দখল।আর communication, digital, optical, VLSI networking দেখ লেই যদি বলা হয় উহা কম্পু সাইন্সের সম্পত্তি , তাহলে........UIUC এ CS ডিপোর খবর বলেন, এগুলান পড়ায় অইখানে, নাকি ECE থেকে অফার করে?


Ami Ke wroteon August 1, 2009 at 2:49am

hahahhahaha, moja pialam sagorer kota shune...and bell lab..mone hocche oikane wohi najil ..amar porichito chatra shibirer nahoel atleast ekjn bondu asen jini ekn bell lab e kaj kortesen, thaoel unakeo to amra shomman dewa dorkar liek zafar iqbal


Reza Shawon wroteon August 2, 2009 at 9:24am

@Ami ke bhai, apnar kotha shune bapok binodon pachchhi. Apnar porichito bell lab er shibir kormir porichoy and tar research work er refference dite parle badhito hotam....

Ei group je shibir er supporter der ta eder kotha barta shunlei bujha jay.... amar varsitytei dekhsi shibirer polapan ki poriman sagol... Zafar sir er against e kotha bole othocho Zafar sir er shamne daranor joggota eder nai.... era jabe Bell Lab e.... taile Bell lab shesh.....ha ha ha


Ami Ke wroteon August 5, 2009 at 10:17am

Shawon bhai no problem apni jdi tai mone koren apnaki amar oi bondor fb profile ta mail korte pari...ekna dilam due to public place. apnar privacy te ektu msg send krar option ta active korle ami apnake or profile id ta patai dibo...

r ekta jinsh zafar shaheb ki korse korenai shobai ekn valo kore bujtese age manush america canada deke nai tai tar oi churi kora leka niye khub otashahito chilo ...ekn manush r ager mto boka nai..ek click e unar churi kora jinsher ashole jaiga pawa jai... r ekta jinsh bell lab chander deshe noi .... hheheeeh r kara sagol r kara manush ta shobai valokore buje..



Reza Shawon wroteon August 6, 2009 at 4:21am

@Ami ke,
I didn't wanna see the facebook profile of your shibir friend. I just wanted to see the reference (may be a link to wiki,or reputed scientific website) of his work, is he really belong to Bell or not....
I think you have the courage to publish his research work's reference here with his identity.

And other thing, I'm a direct student of Zafar Iqbal. I know how awesome person he is. We respect him from our heart. He is an extraordinary teacher and great writer. Your false claim isn't believed by 99.99% educated people in Bangladesh.



Raqibul Islam Raqib wroteon August 24, 2009 at 4:30am

ZI er moto stupid ar tar follower der moto dumb ar kothao nai....... desh er institute gula te ekhon eto shontrash,bajar e urdho drobbomullo,warcriminal der bichaar......kono topic e tini ekhon tar BANI den na.....ekhon tar mukh bondho thake kno???? ei haramjadar moto vondo re j support kore,tarao ek ekta haram jada.




Saffana Syeed wroteon August 25, 2009 at 10:44am

Jafor Iqbal er Column e ami nijei porsi; she halal mangshoke bole "dhormo mote jobai kora mangsho". She Islam er onek aspect nie hashahashi kore. She jodi shotti dhormoniropokhkho hoi tahole tar Islam nie eto Grudge keno????

Saffana Syeed wroteon August 25, 2009 at 10:46am

@ Reza Shawon chatro rajniti to shibir eka korena ar shibir ja shontrash kore tar che triple gun shontrash kore Chatrolig, she baparta boltesenna keno??


Ali Robin (American Intl. University) wroteon August 26, 2009 at 12:21pm

জনাব জাফর ইকবালের "ক্রুগো-৯৯" পড়িয়া এবং জনাব এলেক্স প্রয়াস এর "i-robot" চলচ্চিত্র দেখিয়া অনেকাংশে মিল পাইলাম...... আমার প্রশ্ন কে কার ধারণা/চিন্তা ধারা চুরি করিয়াছেঁন??????????



AD Hasnain (Shanto - Mariam University) wroteon August 29, 2009 at 2:21pm

vai... ei gula bole lav ki...?? sobai sob kichu bujtesay... jantesay... majhe majhe protibaad o kortesay... but amader ei dalal gosthi o tader sorkar er to kono korno paat hoitesay na... so... jafor ik_baal jodi bole amader mukti joddhar mul chetona chilo, amara India er sathe ek hoye jabo... ba amader sob kichu india niontron korbe... taile setai mene nite hobe... amader moto murkho ra manbe na hoy to... but amader "99.99% educated people in Bangladesh" mene nibe... that's for sure... ../../extensions/custom_smilies/img1/wink r ekta kotha... amader desher 99.99% manush kintu educated na... so tader kotha ninta koren, vai 99.99% er ek jon educated... amader deshe er kono poriborton hobe na... amader mukho patro holo ei so called 99.99% educated people... amader sorkar o MEDIA eder kothai sune... er der problem e solve kore...

ei desh thik korte amder r ekta '71 er proyojon hobe...
 

0 comments:

Post a Comment

টেম্পলেট কাষ্টমাইজেশন - ফেসবুক পেজ | ফেসবুক গ্রুপ