Zafar Iqbal Sir Should not Dance with GIRLS

"...এম এ খান বলেছেন: ভাই আমি কিন্তু শাবির ছাত্র।আমার বান্ধবীরা পরের দিন এসে ক্লাসে টুকে প্রথমে বলেছে আমরা গতকাল জাফর স্যার এর সাথে নেচেছি ।তুমুল নাচের কারনে এক পর্যায়ে স্টেজটিও ভেঙ্গে যায় বলে জানা যায় ।পরে আবার ঠিক করে রাত ৩ টা পর্যন্ত নাচরে আসর চলে ।তারপরও বলবেন কি জাফর স্যার শুধু তার মেয়ের সাথে নেচেছে ।শুনুন ...জাফর স্যারের মেয়ে আমরিকায় থাকে তাই তারা বিদশেী কালচারে বড় হয়েছে ।ও খানে বাপে মেয়ে এক সাথে মদ পান করা অপরাধ হয় না। তাই মেয়ে ও স্ত্রী ইয়াসমীন হকের সামনে অন্য মেয়েদের সাথে তার ডোন্ট মাইন্ট পরিবারের জন্য মানায়।কিন্তু এখানে যারা পড়ে তাদরে পরিবার তো আর জাফর স্যার দের মত না।তাই আমাদরে একটা নিজস্ব সংস্কৃতি আছে।আপনে বলেছেন জাফর স্যার মেয়েদের সাথে খুব মেশে তাই।ভাই আমাদের দেশে মেয়ে বড় হওয়ার পর তার পিতা ও খুব কম দেখা যায় মেয়ের হাত ধরে হাঁটতে।সেখানে তারা যদি শুনে তাদরে মেয়ে শিক্ষকের হাত ধরে নেচেছে।তাহলে ভাবুন তো তারা কি ভাববে।আমার বিশ্বাস আপনার পিতা মাতা ক্ষত্রে ও বিষয়টি গ্রহন যোগ্য হবে না।..."

*note : onnner meyer shathe nachar cheye nizer-meyer shathe nachanachi korar beparta aro beshi kutshit ar apottikor! baba-meyer shomporko nachanachir shomporko na! baba-meyer shomporko respect & valobashar pobitro shomporko... amader desh-amader culture-amader social values amaderke etai shikhae!
_______________________________________
why we are criticizing Zafar Iqbal for this video?
_______________________________________

1. বাংলাদেশের নাগরিক হিসেবে বাঙালী সংস্কৃতিকে আমরা সর্বোচ্চ আসনে রাখতে চাই । অপসংস্কৃতির ভয়ানক আগ্রাসনে আমাদের দেশের তরুন-যুবা সমাজ যে দিনে দিনে অনেকটাই বিকৃত-মনস্ক আর উচ্ছৃঙ্খল জীবন যাপনে ঝুকে পড়ছে, কে তা অস্বীকার করতে পারবে ? এই অপসংস্কৃতির সবচেয়ে আগ্রাসী অংশটা আসে ব্রাক্ষ্মন্যবাদী হিন্দী সংস্কৃতি থেকে । এই ভিডিওতে দেখা যাচ্ছে ড. জাফর ইকবাল খুবই চটুল আর নোংরা ধরনের একটা হিন্দী গানের সাথে নেচে উপস্থিত তরুনীদের উৎসাহিত করছেন । লক্ষ্য করুন, আমাদের মূল আপত্তি এই জায়গাটিতেই । একজন প্রভাবশালী শিক্ষক হয়ে তিনি কিছুতেই এমন নোংরা হিন্দী গানকে উতসাহ দিতে পারেন না । গানটির টাইটেল এখানে লিখে দিচ্ছি.. খুব উতসাহীরা চাইলে সার্চ করে দেখে নিতে পারেন, কতটা বিকৃত সংস্কৃতির উতসাহদাতা এই গান "ইশক-কি-গালিওমে নো এন্ট্রী !......"

2. ধর্ম ব্যাপারটা যদিও মুসলিম হিসেবে আমাদের কাছে সবচেয়ে আগে আসা উচিত..তবুও আগে আনলাম না ।..ছাড় দিলাম ... পরেই বলি এর কথা.... যারা নিজেদেরকে মুসলিম মনে করেন , যারা এই দেশের ৯০ ভাগ মানুষদের মধ্যে কোন পরিবারের সদস্য.. যারা বিশ্বাস করেন, মৃত্যুর পরে আরেকটা হিসেব-নিকেষের জীবন আছে... তারা বুকে হাত দিয়ে বলুন , এমন নাচ আর গানকে কি সত্যি আপনার "বিশ্বাস বা ইমান" সমর্থন দেয় ? জাফর ইকবাল একজন নাস্তিক বা ধর্মনিরপেক্ষ বা ধর্মহীন মানুষ । কিন্তু, আপনি-আমি যারা এই ভুখন্ডের সিংহভাগ মানুষের প্রতিনিধি.. তারা তো বিশ্বাসী.. নাস্তিক জাফর ইকবাল যা ইচ্ছা তাই করতে পারবে.. এবং আমরাও পারবো তার এই জাতিবিদ্ধংসী আর নৈতিকতা বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে জনসচেতনতা তৈরী করার সর্বোচ্চ চেষ্টা করতে । (...এবং আমরা সেটাই করছি)

3. জাফর ইকবাল অবশ্যই একজন প্রভাবশালী শিক্ষক । সে যা করবে বা যা করার ইঙ্গীত দিবে.. অসঙ্খ্য অন্ধভক্ত সেটা অনুসরন করবে । হোক তা আমাদের ঐতিহ্যের বিরোধী কিংবা হোক তা সমাজ ও নৈতিকতার বিরোধী । এমন একজন প্রভাবশালী লোক সমাজে যাচ্চৈতাই কর্মকান্ড চালিয়ে যেতে পারেন না কোন অবস্থাতেই । তিনি কিছুতেই এই নোংরা হিন্দী অপসঙ্সকৃতিকে তরুনীদের মাঝে প্রচারের সম্ভবনা তৈরী করে দিতে পারেন না । আমরা সেটা তাকে জানানোর অধিকার রাখি । তার মৌন সম্মতিই যেখানে যথেষ্ট, সেখানে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই হিন্দী উচ্ছৃংখলতার বিকাশের পথ খুলে দেয়াটা অবশ্যই সমালোচনাযোগ্য .. এবং আমাদের উদ্দেশ্য সেই দৃষ্টিভঙ্গী নিয়েই সমালোচনা করা ।

4. বলা হচ্ছে, তিনি তার নিজের স্ত্রী-কণ্যাকে সঙ্গে নিয়ে এই ড্যান্সে অংশ নিয়েছেন । অতএব এখানে সমালোচনার আর কোন সুযোগ নেই । কি হাস্যকর যুক্তি ! আমাদের বাংলাদেশ - আমাদের জন্মভূমি-মাতৃভূমি বাংলাদেশ- আমাদের সমাজব্যবস্থা - আমাদের মায়াময় শান্তির পরিবারব্যবস্থা .. ভাবেন এই শব্দগুলো আন্তরিকতা নিয়ে.. চক্ষুটা একটু বন্ধ করে নিয়ে .. কি ? স্ত্রী-কণ্যাকে নিয়ে তরুনীদের সমাবেশে এই নাচ কি আমাদের হাজার বছরের ঐতিহ্যবাহী সমাজব্যবস্থা সমর্থন করে ? আমাদের আবহমান কালের পরিবারব্যবস্থা কি স্ত্রী-কণ্যাকে নিয়ে হিন্দী গানের সাথে নাচ সমর্থন করে ?

5. বলা হচ্ছে জাফর ইকবাল বাধ্য হয়ে ছাত্রীদের অনুরোধে নাচে অংশ নিয়েছেন ! .. আরো ফালতু এই যুক্তি ! বরং তার কাছে বড় ধরনের একটা সুযোগ ছিলো্ ওই মুহুর্তটা । তিনি যদি ওই সময়ে স্পষ্টভাবে বলতেন, হিন্দী গান বন্ধ করলে তিনি ভেবে দেখবেন.. উপস্থিত ছাত্রীদের মাঝে অনেক প্রভাব ফেলতো তার এই একটা কথা । তিনি পারতেন, হিন্দী অপসংস্কৃতির বিরুদ্ধে ওই মুহুর্তে দুটো কথা বলতে.. যেটা পজিটিভলি এফেক্ট ফেলতো বড় একটা কম্যুনিটিতে । অপসংস্কৃতির বিরুদ্ধে সূচনা হতে পারতো একটা চমতকার আন্দোলন.. অথচ এই অভিজ্ঞ আর বিজ্ঞ শিক্ষক করলেন তার পুরো উল্টোটা !

*6. কেউ বলেছেন আমাদের হাজার বছরের সংস্কৃতি নাকি ফসল কেটে নারী পুরুষে একসাথে নেচে-গেয়ে আনন্দ করা । গ্রুপ থেকে কপিপেষ্ট : "নারী পুরুষ একসাথে কৃষিকাজ করেন । পুরুষেরা মাঠ তৈরী - ফসল রোপন-পরিচর্যা-কেটে নিয়ে আসার কাজ করেন আর নারীরা করেন সেটার প্রসেসিং । মূলত বাড়ির ভেতরের কাজে নারীরা থাকেন প্রধান আর বাইরের কাজের মূল দায়িত্ব পুরুষের । কোনদিন দেখিনি বা শুনিনি, ঢেকিতে নারী-পুরুষ একসাথে পাড় দিচ্ছৈন । হাজার বছর ধরে উপন্যাসের মকবুল বুড়ো সেটা করতে গিয়ে গল্পের অপছন্দনীয় চরিত্র হিসেবে চিত্রিত হয়েছে । জীবনে কোনদিন দেখিনাই ফসল তুলে নারী-পুরুষ একসাথে নাচানাচি করতেছে । ...সর্বোচ্চ যেটা হতে পারে, নারীরা তাদের মজলিসে আনন্দ করেছে আর পুরুষেরা তাদের নিজস্ব মজলিশে । বাঙালী-মুসলিম সমাজ কোনদিন নারী-পুরুষের একত্র নাচ-গানকে সমর্থণ দেয়নি । আর দুদিনের জাফর ইকবাল অশ্লীল হিন্দী গানের সাথে কুতসিত অঙ্গভঙ্গীকে আমাদের সমাজে চালু করতে চায় । তার ভক্তরা অন্ধ হয়ে সেটার সমর্থন করে । ধিক এদের অন্ধত্বকে ! জাফর ইকবাল এমন কি পীর-পয়গম্বর হয়ে গেছে যে তার হিন্দী গানের সাথে নাচকেও তার ফ্যানদের সমর্থন করতে হবে ? ! ?"

*7. একজন বলেছেন, এগুলো নাকি খুব সাধারন ঘটনা ! এর মধ্যে ঐতিহ্য-মুসলিম সোসাইটি এসব টেনে আনা আনা হচ্চে কেন ? : গ্রুপ থেকে কপিপেষ্ট : "because : we feel that 'Muslim' is our first & most important identity! we believe in a life that called 'hereafter-akhirat' .. & and our second identity is "WE ARE THE INHABITANTS OF A COUNTRY NAMED BANGLADESH" so, we feel most respect & Love for the culture & moral-values of this LAND! .. and, if anyone or any group try to insult our historical Tradition by inspiring destructive foreign culture, we feel that we must protest those grps! "

*8. জাফর ইকবাল নাচলে তা নিয়ে এত হৈচৈ করার কি আছে ? : "জাফর ইকবাল স্যার নাচতেই পারেন । কিন্তু সেই নাচটা তিনি যদি তরুনীদের একটা সমাবেশে হিন্দ্রী গানের সাথে যদি নাচেন, তখন অন্যদের ও তার সমালোচনা করার অধিকারটা তৈরী হয়ে যায় । জাফর ইকবাল যেমন নাচতেই পারেন, আমরাও তো ঠিক তেমনি তার সমালোচনাও করতে পারি । ... জাফর ইকবাল স্যার যখন এমন উগ্র হিন্দী গানের সাথে নাচেন, তখন ওখানে উপস্থিত তার সব ছাত্রীদের মনে ধারনা হয় যে এই অশ্লীল গানটা জায়েজ হয়ে গেলো । অথচ এই হিন্দী গান বা হিন্দী সংস্কৃতির বিরুদ্ধে উনি নিজেও কলাম লিখে থাকেন অর্থাত হিন্দী সংস্কৃতি যে আমাদের জন্য ক্ষতিকর এটা আপনাদের জাফর স্যার কর্তৃক-ও সত্যায়িত এবং সার্টিফাইড । .....সমস্যাটা এখানেই । তার ছাত্রীরা তার কাছ থেকে আমাদের দেশ-সমাজ ও সংস্কৃতির জন্য খুব বেশি ক্ষতিকর একটা ব্যাপারকে স্বাভাবিক বলে মনে করলো..."


___________________________________________________
our group have a huge number of members that make the limitation of sending message.. so we are creating this event..


we are sorry to use the word "Night-Club" ! may be it was a party of girls in female-student-hall of SUST ! but, this type of dancing is never supported by our culture , by our Social Values & by our religion .. shame on this athiest Zafar-Iqbal... how can he do this act with his students ! what we are learning from this teacher ? what our sisters learning from this man !

with his whole family, he is teaching practically how to practice HINDI-CULTURE ! a perfect Hypocrite! who shouts always about patriotism but practice HINDI dance !

we humbly request our friends , brothers & sisters to keep distance from this characterless "teacher"... !!!

____________________________

1. http://www.facebook.com/video/video.php?v=1234570478472

2. http://www.youtube.com/watch?v=T3a694flPXA

____________________________

some comments from different blogs and sites..
____________________________

"...if a nation has some seek minded intellectual then the entire nation will be seek minded. Zafor Iqbal is an intellectual person in Bangladesh. He is one of the intellectuals those who criticize religious public faces of Bangladesh but what about his characteristic???? ধর্মিয় নেতৃত্বের বিরুদ্ধে সোচ্চার এই বুদ্ধিজিবী(?) কোন মুখে নিজেকে সৎ বলে দাবি করবেন? তার অনুসারিদের কাছে প্রশ্ন "তোমাদের কি চোখ নেই? ..."
____________________________

"...জাফর ইকনাল স্যার নাচতেই পারেন...কিন্তু হিন্দী বা ইংরেজী গানের সাথে কিছুতেই নয়...বিশেষ করে হিন্দী...দেশটা পচিয়ে দিচ্ছে এই বস্তাপঁচা হিন্দী গান...কোনো মাস্তি হিন্দী ছাড়া চলেনা...দুর পাল্লার বাসে সেই পুরানো হিন্দী প্যানপ্যানানী...দিল ভেঙ্গে চুড়ে একাকার হয়ে যাচ্ছে...তুমি দিল লেকার উদ্ধার কর...ঘুরে ফিরে সেই একই কথা...কি বীভতস!..."

____________________________

"...উনি ওনার পছন্দের রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য নিবরবচনের আগে অনেক কস্ট করেছেন এখন এই ৫ বছর ইকটু আনন্দ করবেন তারপর নিরবাচন আসলে আবার ক্যানভাসিং শুরু করবেন বড় একটা চেক পাইয়া অন্য এরকম তথাকথিত বুদ্ধিজীবিদের মতো।..."
____________________________

"...শিক্ষক জাতির মেরুদন্ড....কিন্তু এই শিক্ষক জাতির কি? ..."
____________________________

"...দেশীয় সংস্কৃতিতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তার লেখালেখি পড়ছিলাম মনে হয়। নাচানাচি দোষের কিছু না, তয় হিন্দি গান প্রশ্রয় দেওয়াতে বিরক্ত হলাম..."
____________________________

"...নাচের ভিডিও দেখে আরো ভয় পাইলাম, এরাতো দেখি ইন্ডিয়ান কালচার গুলে খেয়ে ফেলছে। স্টেজে নৃত্যরত কিছু তরূণীদের দেখিয়া ভয় পাইলাম...এইবার মেজাজটা আসলেই খারাপ হৈল ..."
____________________________

"...জাফর ইকবাল 'স্যার' একজন প্রভাবশালী শিক্ষক ! এই পার্টিটা উনি চাইলে যা ইচ্ছা তাই করতে পারতেন । উনি স্পষ্টভাবে বলতে পারতেন , হিন্দীগানটা বন্ধ করো, তারপর আমাকে যা করতে বলবে, তাই করবো । উনি কোন ভাড় না ! উনি একজন শিক্ষক । ছাত্রীরা আবদার করলো আর উনি অশ্লীল লম্ফ শুরু করলেন, এটা একজন শিক্ষকের বৈশিষ্ট্য হতে পারেনা । উনি যদি এই পার্টিতে কুতসিত হিন্দী সঙস্কৃতি নিয়ে দুটা বাক্যও বলতেন, বিপ্লব ঘটে যেত । কিন্তু সেটা সে করেনাই । রক্তের দোষ .. সুযোগ যখন পাওয়া গেছে, ওই রক্ত তো আর সেটা ডিনাই করতে পারেনা । বড় ভাইয়ের অনুসারী..."
____________________________

"...ঢাকায় থাকতে একবার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে গেছিলাম, ওদের ইন্টারনাল সফটয়ার মেলা তে। জাফর স্যার ছিল ঐখানে প্রধান আমন্ত্রিত বিচারক। তো ঘুরে ঘুরে উনার সাথে মেলা দেখলাম। টুকটাক কথাও হইল। আমি উনার কথা বার্তা শুনে খুব খুশি হইলাম। ওন্য যারা লেকচারার ছিল সবাই বলাবলি করতেছিল স্যার আসলেই একটা ব্যাক্তিত্ব। উনার স্টাইল ও দেখার মতো। শার্টের হাতার বোতাম খুলা...জটিল ..চোখে পড়ার মতো।

তো মেলার পুরষ্কার বিতরনের সময়, ঐ ইউনিভার্সিটির প্রোভিসি, ডিন এরা ভাষন দিল। যথারিতি, যেহেতু প্রাইভেট , তারা সকলেই ইংলিশে ভাষন দিল। সবার লাষ্টে জাফর স্যার আসল। উনি প্রথম যে কথাটা বল্লেন সবাই থতমত খায়া গেছিল।

"সবাইকে শুভেচ্ছা। আমি আমার কথা গুলা বাংলায় বলব। আশা করি, তোমার তার জন্য আমাকে পরিত্যাগ করবে না।"

সামনে বিশাল ছাত্রছাত্রির ভির থেকে বিরাট করতালি শুনা গেল। তবে আমি খেয়াল করলাম, আগে যারা ওলরেডি ভাষন দিয়া ফেলছে তারা বিরাট বিব্রত হইয়া গেছে।

একবার মনে হইল, জাফর স্যারের মতো একজন ব্যক্তি একটু ছাড় দিলেও পারতো। ওযথা কিছু লোকরে লজ্জায় ফেলাইল। তারাও ডক্টরেট করা লোক। জাফর স্যারের মতো না হোক। একবারে ফেলনাও না।

যাউকগা পরে আবার মনে হইল ঠিক ই আছে। লোকটা আসলেই দেশের ভাষা, দেশ, নিতিবোধ এইসব ব্যাপারে কোন কম্প্রমাইস করে না। এইটাই উনার বৈশিষ্ট। খারাপ না।

কিন্তু এই ভিডিও দেইখা মনে হইতেছে জাফর স্যারের ঐ ভাষনটা নাটক ছিল। খুব টেলেন্ট মানুষ, জানে পাব্লিক কি খাবে। জানেন যে ঐ ভাষন পোলাপাইনের ইমোশনে হিট করবো, করছিলও।

যে লোক ঐখানে একটা ফরমাল আয়োজনে ঐটুক নেগলেজিবল ব্যাপারে কম্প্রমাইস করলো না, হে দুইডা মাইয়ার কাধে হাত রাইখা হিন্দি ডিসকো গানের লগে নাচেএ কম্প্রোমাইসটা করতে পারলো না!!!! হের মতো গ্যানি লোকে এইডা বুঝে না যে ঐগুলা ছাত্রি হইলেও - বাচ্চা মাইয়া না। হেগো বিয়া দিলে বাচ্চা হইব এখন। আর গান যেটা বাজতেছে ঐডাও কোন "আমরা সবাই রাজা. আমাদেরই রাজার ..." গান না - গানের কথা ছাত্রিরাও বুঝতেছিল আর স্যারও বুঝতেছিল ।।

ভালো মন্দ সবার মধ্যেই থাকে। জাফর স্যার একটা বিশিষ্ট মানুষ। উনি ওনেক ভাল কাজ করে যাচ্চেন, সেজন্য উনাকে ধন্যবাদ। কিন্তু এখন উনি খারাপ কিছু করলেও সেটাকে ভালো প্রমান করা লাগব কেন??..."
____________________________

"...যে লোক সাধারণ ছাত্র-ছাত্রীদের জামাত-শিবিরের বিরুধ্যে শপথবাক্য পাঠ করায়, সেই লোক হিন্দী গানের তালে নাচে, এটা একেবারেই অগ্রহনযোগ্য। উনি তো ওখানে বলতে পারতেন, ওকে আমি তোমাদের সাথে অংশগ্রহন করতে পারি, কিন্ত ঐ অপসংস্কৃতি হিন্দী গান না নিয়ে এসে বাংলা গানের সুর আনতে হবে।..."

0 comments:

Post a Comment

টেম্পলেট কাষ্টমাইজেশন - ফেসবুক পেজ | ফেসবুক গ্রুপ