why we are criticizing
Zafar Iqbal for this video?
... . বাংলাদেশের নাগরিক হিসেবে বাঙালী সংস্কৃতিকে আমরা সর্বোচ্চ আসনে রাখতে চাই । অপসংস্কৃতির ভয়ানক আগ্রাসনে আমাদের দেশের তরুন-যুবা সমাজ যে দিনে দিনে অনেকটাই বিকৃত-মনস্ক আর উচ্ছৃঙ্খল জীবন যাপনে ঝুকে পড়ছে, কে তা অস্বীকার করতে পারবে ? এই অপসংস্কৃতির সবচেয়ে আগ্রাসী অংশটা আসে ব্রাক্ষ্মন্যবাদী হিন্দী সংস্কৃতি থেকে । এই ভিডিওতে দেখা যাচ্ছে ড. জাফর ইকবাল খুবই চটুল আর নোংরা ধরনের একটা হিন্দী গানের সাথে নেচে উপস্থিত তরুনীদের উৎসাহিত করছেন । লক্ষ্য করুন, আমাদের মূল আপত্তি এই জায়গাটিতেই । একজন প্রভাবশালী শিক্ষক হয়ে তিনি কিছুতেই এমন নোংরা হিন্দী গানকে উতসাহ দিতে পারেন না । গানটির টাইটেল এখানে লিখে দিচ্ছি.. খুব উতসাহীরা চাইলে সার্চ করে দেখে নিতে পারেন, কতটা বিকৃত সংস্কৃতির উতসাহদাতা এই গান "ইশক-কি-গালিওমে নো এন্ট্রী !......"
ধর্ম ব্যাপারটা যদিও মুসলিম হিসেবে আমাদের কাছে সবচেয়ে আগে আসা উচিত..তবুও আগে আনলাম না ।..ছাড় দিলাম ... পরেই বলি এর কথা.... যারা নিজেদেরকে মুসলিম মনে করেন , যারা এই দেশের ৯০ ভাগ মানুষদের মধ্যে কোন পরিবারের সদস্য.. যারা বিশ্বাস করেন, মৃত্যুর পরে আরেকটা হিসেব-নিকেষের জীবন আছে... তারা বুকে হাত দিয়ে বলুন , এমন নাচ আর গানকে কি সত্যি আপনার "বিশ্বাস বা ইমান" সমর্থন দেয় ? জাফর ইকবাল একজন নাস্তিক বা ধর্মনিরপেক্ষ বা ধর্মহীন মানুষ । কিন্তু, আপনি-আমি যারা এই ভুখন্ডের সিংহভাগ মানুষের প্রতিনিধি.. তারা তো বিশ্বাসী.. নাস্তিক জাফর ইকবাল যা ইচ্ছা তাই করতে পারবে.. এবং আমরাও পারবো তার এই জাতিবিদ্ধংসী আর নৈতিকতা বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে জনসচেতনতা তৈরী করার সর্বোচ্চ চেষ্টা করতে । (...এবং আমরা সেটাই করছি)
জাফর ইকবাল অবশ্যই একজন প্রভাবশালী শিক্ষক । সে যা করবে বা যা করার ইঙ্গীত দিবে.. অসঙ্খ্য অন্ধভক্ত সেটা অনুসরন করবে । হোক তা আমাদের ঐতিহ্যের বিরোধী কিংবা হোক তা সমাজ ও নৈতিকতার বিরোধী । এমন একজন প্রভাবশালী লোক সমাজে যাচ্চৈতাই কর্মকান্ড চালিয়ে যেতে পারেন না কোন অবস্থাতেই । তিনি কিছুতেই এই নোংরা হিন্দী অপসঙ্সকৃতিকে তরুনীদের মাঝে প্রচারের সম্ভবনা তৈরী করে দিতে পারেন না । আমরা সেটা তাকে জানানোর অধিকার রাখি । তার মৌন সম্মতিই যেখানে যথেষ্ট, সেখানে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই হিন্দী উচ্ছৃংখলতার বিকাশের পথ খুলে দেয়াটা অবশ্যই সমালোচনাযোগ্য .. এবং আমাদের উদ্দেশ্য সেই দৃষ্টিভঙ্গী নিয়েই সমালোচনা করা ।
বলা হচ্ছে, তিনি তার নিজের স্ত্রী-কণ্যাকে সঙ্গে নিয়ে এই ড্যান্সে অংশ নিয়েছেন । অতএব এখানে সমালোচনার আর কোন সুযোগ নেই । কি হাস্যকর যুক্তি ! আমাদের বাংলাদেশ - আমাদের জন্মভূমি-মাতৃভূমি বাংলাদেশ- আমাদের সমাজব্যবস্থা - আমাদের মায়াময় শান্তির পরিবারব্যবস্থা .. ভাবেন এই শব্দগুলো আন্তরিকতা নিয়ে.. চক্ষুটা একটু বন্ধ করে নিয়ে .. কি ? স্ত্রী-কণ্যাকে নিয়ে তরুনীদের সমাবেশে এই নাচ কি আমাদের হাজার বছরের ঐতিহ্যবাহী সমাজব্যবস্থা সমর্থন করে ? আমাদের আবহমান কালের পরিবারব্যবস্থা কি স্ত্রী-কণ্যাকে নিয়ে হিন্দী গানের সাথে নাচ সমর্থন করে ?
বলা হচ্ছে জাফর ইকবাল বাধ্য হয়ে ছাত্রীদের অনুরোধে নাচে অংশ নিয়েছেন ! .. আরো ফালতু এই যুক্তি ! বরং তার কাছে বড় ধরনের একটা সুযোগ ছিলো্ ওই মুহুর্তটা । তিনি যদি ওই সময়ে স্পষ্টভাবে বলতেন, হিন্দী গান বন্ধ করলে তিনি ভেবে দেখবেন.. উপস্থিত ছাত্রীদের মাঝে অনেক প্রভাব ফেলতো তার এই একটা কথা । তিনি পারতেন, হিন্দী অপসংস্কৃতির বিরুদ্ধে ওই মুহুর্তে দুটো কথা বলতে.. যেটা পজিটিভলি এফেক্ট ফেলতো বড় একটা কম্যুনিটিতে । অপসংস্কৃতির বিরুদ্ধে সূচনা হতে পারতো একটা চমতকার আন্দোলন.. অথচ এই অভিজ্ঞ আর বিজ্ঞ শিক্ষক করলেন তার পুরো উল্টোটা !
হাজার বছর ধরে যে সংস্কৃতি এই ভূখণ্ডে গড়ে উঠেছে, কী সেই সংস্কৃতি? বাঙ্গালী সংস্কৃতি কী? নারী পুরুষ একসঙ্গে কৃষিকাজ করে, একসঙ্গে ফসল ঘরে তোলার সংস্কৃতি। সেই ফসল লয়ে একসঙ্গে নেচে গেয়ে আনন্দ করার রীতি আমাদের। বারো মাসে আমাদের তেরো পার্বণ, সেই পালাতে পার্বণে গীত নৃত্যে মেতে ওঠার রীতি আমাদের।
হিন্দী গানের সঙ্গে নাচলেই অথবা ছাত্রীদের অনুরোধে তাদের সঙ্গ দিলেই যদি হাজার বছরের বাঙ্গালী সংস্কৃতি উচ্ছন্নে যেতো তাহলে বাঙ্গালী সংস্কৃতির নাম গন্ধ এতদিনে মুছে যেতো এই দেশ থেকে
নারী পুরুষ একসাথে কৃষিকাজ করেন । পুরুষেরা মাঠ তৈরী - ফসল রোপন-পরিচর্যা-কেটে নিয়ে আসার কাজ করেন আর নারীরা করেন সেটার প্রসেসিং । মূলত বাড়ির ভেতরের কাজে নারীরা থাকেন প্রধান আর বাইরের কাজের মূল দায়িত্ব পুরুষের । কোনদিন দেখিনি বা শুনিনি, ঢেকিতে নারী-পুরুষ একসাথে পাড় দিচ্ছৈন । হাজার বছর ধরে উপন্যাসের মকবুল বুড়ো সেটা করতে গিয়ে গল্পের অপছন্দনীয় চরিত্র হিসেবে চিত্রিত হয়েছে । জীবনে কোনদিন দেখিনাই ফসল তুলে নারী-পুরুষ একসাথে নাচানাচি করতেছে ।
সর্বোচ্চ যেটা হতে পারে, নারীরা তাদের মজলিসে আনন্দ করেছে আর পুরুষেরা তাদের নিজস্ব মজলিশে । বাঙালী-মুসলিম সমাজ কোনদিন নারী-পুরুষের একত্র নাচ-গানকে সমর্থণ দেয়নি । আর দুদিনের জাফর ইকবাল অশ্লীল হিন্দী গানের সাথে কুতসিত অঙ্গভঙ্গীকে আমাদের সমাজে চালু করতে চায় । তার ভক্তরা অন্ধ হয়ে সেটার সমর্থন করে । ধিক এদের অন্ধত্বকে ! জাফর ইকবাল এমন কি পীর-পয়গম্বর হয়ে গেছে যে তার হিন্দী গানের সাথে নাচকেও তার ফ্যানদের সমর্থন করতে হবে ? ! ?
bangali muslim somaj eitar mane ki? bangali muslim, bangali hindu eirokom vag ache naki? amra student ra sobsomoy chai jekono anusthane sir jate amader sathe thaken. sobai sir er sathe chobi tulte chay. eigulu sadharon ghotonar vetor tomra keno oitijjho, songskriti, hajar bochor, muslim-bangali tene ancho?
because : we feel that 'Muslim' is our first & most important identity! we believe in a life that called 'hereafter-akhirat' .. & and our second identity is "WE ARE THE INHABITANTS OF A COUNTRY NAMED BANGLADESH" so, we feel most respect & Love for the culture & moral-values of this LAND! .. and, if anyone or any group try to insult our historical Tradition by inspiring destructive foreign culture, we feel that we must protest those grps!
জমাত শিবিরের সাথে তর্কে যেতে আমার খানিকটা ঘেন্না লাগে, এর কারন যে শুধু ৭১-র নিকৃষ্ট ভূমিকা তা কিন্তু নয়, এরা সাধারনত অশিক্ষিত এবং গোয়ার প্রকৃতির হয়। মওদুদী মার্কা কয়েকটা বই ছাড়া এদের পড়াশুনা নেই বললেই চলে, যুক্তির ধার ধারে না। ধর্ম বেচে এরা খায় ।অস্ত্র আর খুনাখুনিতে এদের দখল বেশি। তো এদের এড়িয়ে চলার নীতি-টাই বুদ্ধিমানের কাজ মনে করতাম। কি... See Moreন্তু হারামিরা শান্তিতে থাকতে দিবো না। অনেক দিন থেকেই এরা জাফর স্যারের পেছনে লেগেছে কেননা স্যার তাদের মুখোশ সকলের সামনে উম্মোচন করে দেন। জাফর স্যারের সবচেয়ে বড় অপরাধ তিনি যুদ্ধাপরাধীদের বিচার দাবী করেন।
জামাতীদের যুক্তি দেখলে হাসি পায়। একজন শুনাইতেছে হাজার বছরের বাঙালী ঐতিহ্য, আরেকজন শুনাইতেছে নারী-পূরুষের আলাদা মজলিসের কাহিনী!!
মনে মনে জামাতীরা স্বপ্ন দেখে দেশটাকে পাকিস্তান কিংবা আফগানিস্তান বানাবে, মোটা শেকল দিয়ে নারীদের ঘরের ভিতর বন্দী রাখা হবে॥ জাফর ইকবাল এসবের বিরোধীতা করেন, তাই তিনি তাদের শত্রু।
http://www.facebook.com/photo.php?pid=3741777&id=89225472750 Shifat Samin , ছাত্রশিবিরের কর্মীরা তাদের অতীব নিম্নস্তরের বুদ্ধিশুদ্ধি আর পড়াশোনা (http://amarboi.org/) নিয়েই ডিজিটাল আফগাণিস্তান (স্যরি, ডিজিটাল বাংলাদেশ);-P... See More গড়ার মিশনে নেতৃত্ব দেয়া শুরু করে দিয়েছে বহু আগে। অন্যদিকে আপনাদের আইডল শিক্ষকের শিক্ষাপ্রাপ্ত অনুগত মহানছাত্রগন পিরোজপুর-বাগেরহাট আরো কোথায় কোথায় যেন প্রাক্টিক্যাল পর্ণ-সিডি বাজারে ছেড়ে টেকনোলজীতে তাদের অবদান রেখে চলেছে ।
এই পচে যাওয়া তরুন সমাজকে এবং তাদেরকে যারা পচে যাওয়ার শিক্ষা দেয় , ছাত্রশিবির আসলেই তাদেরকে শান্তিতে থাকতে দেবেনা, কথাটা এক অর্থে খুবই সত্য । শিবিরের ভালো ভালো কাজগুলো দেখে প্রতিনিয়ত জ্বলতে আর পুড়তে থাকবে । যাদের সৌভাগ্য হবে তারাও এই মিশনে চলে আসবে । মুক্তিযোদ্ধাদের সংগঠন হবে .. মুক্তিযোদ্ধাদের সন্তানদের পড়াশোনার নিশ্চয়তা র জন্য স্কলারশীপ ও দেয়া হবে ..
আঙুল কামড়ানোর প্রাকটিস করার পরামর্শ দেয়া যেতে পারে ভাই আপনাদেরকে ! ... See More
(এরা সাধারনত অশিক্ষিত এবং গোয়ার প্রকৃতির হয়। মওদুদী মার্কা কয়েকটা বই ছাড়া এদের পড়াশুনা নেই বললেই চলে) আপনার এই কথাটুকুর প্রেক্ষিতে কিছু বল্লাম মাত্র । অন্যগুলোর জবাব এই গ্রুপে অনেক জায়গায় ছড়ানো রয়েছে । @Shifat Samin
জাফর ইকবাল স্যার নাচতেই পারেন । কিন্তু সেই নাচটা তিনি যদি তরুনীদের একটা সমাবেশে হিন্দ্রী গানের সাথে যদি নাচেন, তখন অন্যদের ও তার সমালোচনা করার অধিকারটা তৈরী হয়ে যায় । জাফর ইকবাল যেমন নাচতেই পারেন, আমরাও তো ঠিক তেমনি তার সমালোচনাও করতে পারি ।
জাফর ইকবাল স্যার যখন এমন উগ্র হিন্দী গানের সাথে নাচেন, তখন ওখানে উপস্থিত তার সব ছাত্রীদের মনে ধারনা হয় যে এই অশ্লীল গানটা জায়েজ হয়ে গেলো । অথচ এই হিন্দী গান বা হিন্দী সংস্কৃতির বিরুদ্ধে উনি নিজেও কলাম লিখে থাকেন অর্থাত হিন্দী সংস্কৃতি যে আমাদের জন্য ক্ষতিকর এটা আপনাদের জাফর স্যার কর্তৃক-ও সত্যায়িত এবং সার্টিফাইড ।
সমস্যাটা এখানেই । তার ছাত্রীরা তার কাছ থেকে আমাদের দেশ-সমাজ ও সংস্কৃতির জন্য খুব বেশি ক্ষতিকর একটা ব্যাপারকে স্বাভাবিক বলে মনে করলো...
"...জাফর ইকবাল 'স্যার' একজন প্রভাবশালী শিক্ষক ! এই পার্টিটা উনি চাইলে যা ইচ্ছা তাই করতে পারতেন । উনি স্পষ্টভাবে বলতে পারতেন , হিন্দীগানটা বন্ধ করো, তারপর আমাকে যা করতে বলবে, তাই করবো । উনি কোন ভাড় না ! উনি একজন শিক্ষক । ছাত্রীরা আবদার করলো আর উনি অশ্লীল লম্ফ শুরু করলেন, এটা একজন শিক্ষকের বৈশিষ্ট্য হতে পারেনা । উনি যদি এই পার্টিতে কুতসিত হিন্দী সঙস্কৃতি নিয়ে দুটা বাক্যও বলতেন, বিপ্লব ঘটে যেত । কিন্তু সেটা সে করেনাই । রক্তের দোষ .. সুযোগ যখন পাওয়া গেছে, ওই রক্ত তো আর সেটা ডিনাই করতে পারেনা । বড় ভাইয়ের অনুসারী..."
ক্ষমা , ভালো ব্যবহার... এসব তাদের প্রাপ্য যারা না জেনে, না বুঝে ভুল করে । বুঝতে পারলে অনুতপ্ত হয় তারাই যারা অজ্ঞানতার কারনে ভুল পথে চলে । কিন্তু যারা জেনে-বুঝে-হিসেব করে-প্লান পরিকল্পনা করে নিজে ভুল পথে চলে এবং নিজের প্রভাব-প্রতিপত্তি দিয়ে আরো অসংখ্য মানুষকে ভুল পথে নিয়ে যায়, তাদের প্রতি সফ্ট বিহেইভ বা তাদের দোষ-ত্রুটি লুকিয়ে রাখা, এগুলো ঠিক মেনে ন... See Moreেবার মত না ।
আবু জেহেল কিংবা মুসা নবীর সময়কার ফিরআউন.. এরা তাওহীদ কে অস্বীকার করতো সব জেনে বুঝে । এরা খুব ভালোমত জানতো যে আল্লাহ আছেন, নবী যে পথের সন্ধান দিয়েছেন সেটাই মুক্তির পথ কিন্তু এরা তা মানতো না কেবল নিজস্ব গোয়ার্তুমী অহঙ্কার আর প্রতিপত্তি হারানোর সম্ভাবনায় । এরাও অনেক ট্যালেন্ট ছিলো.. যেমন ইবলিশ ও কিন্তু প্রচুর টালেনন্ট , বুদ্ধিমান । অনেক অবিশ্বাসী (কাফির-মুশরিক...) কে আল্লাহ ক্ষমা করেছেন, অসংখ্য পথহারা মানুষকে আল্লাহ সত্য পথের সন্ধান দিয়েছেন... কিন্তু লক্ষ্য করুন, আবু জাহেলদের জন্য সুরা লাহাব কিম্বা ফিরআউন বা ইবলিশদের প্রতি অভিশাপবাণী যুগযুগ ধরে মানুষকে জানানোর ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন...
আমরা এই গ্রুপে মোটামুটি এই নিদর্শন বা নির্দেশনা বা মূলনীতিটাই ফলো করার চেষ্টা করছি । জাফর ইকবাল হচ্ছেন অনেক বুদ্ধিমান ও মেধাবী একজন মানুষ যিনি তার মেধার পুরোটাই খরচ করছেন ইসলামের বিপক্ষ্যে, ইসলামকে কলঙ্কিত ও প্রশ্নবিদ্ধ করার মানসে, ইসলামী ব্যক্তিত্বদের চরিত্রহানি করতে, ইসলামী মূল্যবোধকে অপমানিত করতে , আমাদের জাতিসত্বাকে অস্বীকার করাতে , আমাদের শিশুদের মনকে বিষাক্ত করতে... এগুলো তিনি খুব ঠান্ডা মাথায় করেছেন পরিকল্পনা অনুযায়ী । ছক কষে... তিনি আমাদের সংস্কৃতির মধ্যে ধ্বংসাত্মক হিন্দী ও পশ্চিমা সংস্কৃতির উদ্যাম নাচ-গান আমদানী ও উতসাহিত করবেন, আর আমরা তা মানুষের কাছ থেকে গোপন রাখবো, এটা হতে পারেনা... অসংখ্য মানুষের চোখ খুলে
ভিডিও -১ : http://www.facebook.com/video/video.php?v=1319741317728
ভিডিও -২ : http://www.facebook.com/video/video.php?v=1255438480159
ভিডিও -৩ : http://www.facebook.com/video/video.php?v=1255427879894
0 comments:
Post a Comment