জাফর ইকবাল বিতর্ক: ফেসবুকে ইউটিউবে তার মন্তব্য নিয়ে সমালোচনা



ফেসবুকের ওয়ালে বিডিনিউজের আর্টস & এন্টারটেইনেমেন্ট এডিটর ব্রাত্য রাইসু লিখেছেন,
”আপনি জামাতি ইসলামের জন্য কাজ করেন, আপনার লজ্জা করে না!” ।। দিগন্ত টেলিভিশনের এক সাংবাদিকের প্রতি মুহাম্মদ জাফর ইকবালের ভর্ৎসনা

_সাংবাদিকের পেশাজীবিতার ব্যাপারে শিক্ষকসুলভ অভিভাবকত্ব! হাঃ
হাঃ, স্যারের এই কথা বলার অধিকার নাই একেবারেই। দিগন্ত টেলিভিশন বন্ধ করার ...
জন্য আন্দোলন করার অধিকার তাঁর হয়তো আছে--এবং জামাতের রাজনীতি বন্ধ করার ব্যাপারেও। কিন্তু কে কোথায় চাকরি করবে, তার কীসে লজ্জা পাইতে হবে--এইগুলা যার যার তার তার _

তার ওয়ালে কমেন্ট কারী জনৈক সীমান্ত শাহজাহান লিখেছেন- "বহু মুক্তিযোদ্ধাকেও সেই টিভিতে কথা বলতে দেখেছি, বহুজন সাক্ষাতকার দিতেও দেখেছি। মনে হচ্ছে মুক্তিযোদ্ধাদের চেয়েও উনি বেশী চেতনাধারী। বাংলাদেশের জন আন্দোলনের কোথাও তো তাকে দেখেনি। তার এমন কি অবদান বাংলার জন্য আছে, যাতে প্রমান করা যায় উনি কাদের... সিদ্দিকীদের মতো মুক্তিযোদ্ধাদের চেয়েও বেশী দেশপ্রেমিক। হীনমন্যতা থেকেও অনেকে নিজেকে জাহির করার জন্য অনেক কিছু করেন। ঢাকা শহরের যানজট নিরসনের জন্য দেওয়া টেক্সি ড্রাইভার আমার কাছে গুরুত্বপূর্ণ, বুয়েটের স্কলারশীপ পাওয়া বিদেশে অবস্থান করা কোন শিক্ষিত বিজ্ঞানীর চাইতেও। বেশী চেতনাধারী পন্ডিতরা পন্ড করতেই বেশী সক্ষম, তাই বেশী চেতনা‘‘অতিভক্তি----লক্ষণ’’ বাক্যটির কথা মনে করিয়ে দেয়। ইসলামী ব্যাংকের টাকায় বিশ্বকাপ ক্রিকেটের সাজানো গোছানোতে এই চেতনাধারীদের কোন কথা নেই। কিন্তু একই কাজ যদি বর্তমানে সরকার বাদে অন্যকোন সরকার করতো তাহলে তিনি বিলাপ শুরু করতেন।"

Sumaiya নামের একজন লিখেছেন...
"এই ভদ্রলোকের কিশোর উপন্যাসগুলো ছোটবেলায় পড়েছিলাম...খুব অবাক লাগত দেখে যে সবকটা গল্পেই দাড়ি-টুপি পড়া, নামাজিদের সে খলনায়ক বানাত! একটা গল্পে তো অজু করার দৃশ্য এত বাজে ভাবে portray করেছিল - পড়ে মনটা বিষিয়ে গিয়েছিল! কি শেখাতে চাচ্ছে সে ছোট্ট ছেলে মেয়েদের? এই সেই হীন মানসিকতা আবার? স্যার, বড় নামের মানুষ হয়েছেন আপনি, মনটাকেও একটু বড় করলে ভালো হত !"


রাইসু আবার লিখেছেন, Bratya Raisu.. আমি বরং মুহাম্মদ জাফর ইকবালের মধ্যে তথাকথিত মৌলবাদী বা জামাতি উপাদান বেশি দেখতে পাই। এই যে লজ্জা পাওয়া বিষয়ক নৈতিক আবদার তথাকথিত মৌলবাদী রাজনীতিতেই এর খুব দেখা মিলে। ওয়াজ-এ সবচেয়ে বেশি উচ্চারিত হয় লজ্জা বিষয়ক বাণী।

ভিডিওটি দেখতে ক্লিকান- View this link
রাইসুর ওয়াল দেখতে ক্লিকান- View this link


0 comments:

Post a Comment

টেম্পলেট কাষ্টমাইজেশন - ফেসবুক পেজ | ফেসবুক গ্রুপ